logo
news image

শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের বড়াইগ্রামে শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
নাটোর রেডক্রিসেন্ট বøাড সেন্টারের সহযোগিতায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাব সভাপতি  ও রেডক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সেক্রেটারী মোঃ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোমিন আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচীতে মোট ২৫ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।
পরে শহীদদের স্মরণে ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করা হয়। ইউনিয়নের বিভিন্ন স্থানে চলতি মাসে সাড়ে তিনশ’ গাছের চারা রোপন করা হবে বলে ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top