logo
news image

হেট্রিক করলেন হৃদয় খান

মডেল ও অভিনেএী সুজানার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বেশ কয়েক মাস একা থাকলেও ইতিমধ্যে আবার বিয়ের কাজটি সেরে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। গত বছরের ১০ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিবাহ পর্ব সম্পন্ন হয় তার। স্ত্রীর নাম হুমায়রা। তিনি থাকেন মালয়েশিয়ায়। বিয়ে করলেও এতদিন স্ত্রীকে ঘরে তুলেননি হৃদয়। এবার সেটাও হলো।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে হৃদয়-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আর এর মাধ্যমে অবশেষে হৃদয় খান নতুন বউকে নিয়ে প্রকাশ্যে এলেন। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন
ও কাছের বন্ধু-বান্ধব। হৃদয় খান বলেন, আসলে বিয়ে করেছি গত বছরের সেপ্টেম্বরের ১০ তারিখ। তবে স্ত্রীকে ঘরে তোলা হয়নি। এবার বিবাহোত্তর সংবর্ধনার মধ্যে দিয়ে তাকে ঘরে তুলেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন সারা জীবন আমরা ভালো থাকতে পারি। উল্লেখ্য, এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। তবে ছয় মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ভালোবেসে মডেল-অভিনেত্রী সুজানাকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ৮ মাসের বেশি টিকেনি। এবার হৃদয় বিয়ে করলেন হুমায়রাকে।

সাম্প্রতিক মন্তব্য

Top