logo
news image

মাদক-দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া।।
'মাদক-দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে শক্ত অবস্থানে থাকতে হবে। কোনভাবে এসব বিষয়ে সহজ করে দেখার সুযোগ নেই। বুধবার (২১ আগস্ট) নাটোর জেলা পুলিশের আয়োজনে বাগাতিপাড়া মডেল থানা চত্ত্বরে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলার পুলিশ সুপার  লিটন কুমার সাহা, পিপিএম-বার এসব কথা বলেন। নাটোর জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূনীর্তি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি যেকোন বিষয় থানায় জানাতে সমস্যা হলে মোবাইল ফোনে তাকে জানাতে সাধারন মানুষকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top