logo
news image

গুরুদাসপুরে ১২ মোটরসাইকেল চালকের দন্ড

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর।।
মঙ্গলবার (২০ আগস্ট) সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন চলনবিলস্থ বিলশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর আওতায় ১২ জন মোটর সাইকেল চালককে বিপজ্জনক ও বেপরোয়া ভাবে হেলমেট বিহীন অবস্থায় গাড়ি চালনার দায়ে দন্ডারোপ করেন এবং চলনবিল এলাকায় ভ্রমণপিপাসু দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে ইভটিজিং বিরোধী অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। একইসাথে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার জন্য আহবান জানানো হলো অন্যথায় বেপরোয়া গাড়িচালনা ও ইভটিজিং এর সাথে জড়িত হলে জেল সহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top