logo
news image

নড়াইলের কনসার্টে নাচলেন অপু বিশ্বাস

দরিদ্রদের সহায়তায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একটি কনসার্টের আয়োজন করেছে। নড়াইলের বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে আয়োজিত সেই ‘কনসার্ট ফর হেল্পলেস’এ আজ নাচলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি হয়। সেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, মাকসুদ ও ইমরান। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা।

অপু বিশ্বাস বলেন, ‘এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে ভালোই লাগে। আমার নাচ থেকে যদি কিছু টাকা আসে এবং সেটা মানুষের কাজে লাগে, ক্ষতি কী।

সাম্প্রতিক মন্তব্য

Top