logo
news image

জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে ইসলামিক ফাউন্ডেশনের সভা

নিজস্ব প্রতিবেদক।।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার  (১৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
লালপুর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শেরে আলম সরদার। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজবার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, উপজেলা যুব লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সাম্প্রতিক মন্তব্য

Top