logo
news image

রাজশাহী শিক্ষা বোর্ডের মোবাইল সিম বিতরণ কর্মসূচী

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।।
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, ব্যানবেইসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জরুরি ও সহজিকরণ, দ্রুত অনলাইন সেবার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের EIIN এর ৬ ডিজিট ব্যবহার করে বিনামূল্যে সিমকার্ড আগামীকাল বোর্ড চত্বর বিতরণ হতে শুরু হবে।
বিতরণের সময়সূচি:
১. জয়পুরহাট ও নাটোর জেলা- ১৯/৮/১৯
২. নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা- ২০/৮/১৯
৩. বগুড়া ও চাঃনবাবগঞ্জ জেলা২১/৮/১৯
৪. রাজশাহী ও পাবনা জেলা -২২/৮/১৯
সিম গ্রহণের সময় করনীয়
১. প্রতিষ্ঠান প্রধান বা তার লিখিত অনুমতিপ্রাপ্ত প্রতিনিধি হতে হবে।
২. ২০০/- টাকার একটি ব্যান্ডেল অফার থাকবে, যা সকলকেই গ্রহণ করতে হবে।
৩. সিম পাওয়ার পরপরই তা সচল করতে হবে। কারণ সকল প্রয়োজনীয় তথ্যাদি এই সিমে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top