logo
news image

নাটোরে এসপির সাথে পূজা উদযাপন পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদক।।
জন্মাষ্টমী এবং দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপার লিটন কুমার সাহার সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি এডভোকেট তালুকদার প্রমুখ।
আসন্ন শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী এবং শারদীয় দূর্গাপূজা-২০১৯ সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top