logo
news image

লালপুরে জাতীয় শোক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালিন করেছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো), লালপুর শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় একটি শোক র‌্যালী গোপালপুর রেলগেট থেকে শুরু হয়ে লালপুর উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি পর্যন্ত গিয়ে শেষ হয়।
নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সাংসদ শহিদুল ইসলাম বকুল র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে র‌্যালীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসাফো-নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাসুম রেজা এবং নাটোর জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন। এ সময় আরও উপস্থিত ছিলেন আসাফো-নাটোর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুর রহমান, আসাফো-লালপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রতন, আসাফো-লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কবি, সাংবাদিক ও সাপ্তাহিক শহীদ সাগর এর সহ-সম্পাদক আব্দুল আলীম, আসাফো-নাটোর জেলা শাখার সদস্য মুসা আকন্দ সহ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র‌্যালী শেষে প্রধান অতিথি শহিদুল ইসলাম বকুল এমপি সহ আসাফো নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া সেখানে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top