১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে লালপুরে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১০ আগস্ট) নাটোরের লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: এমরান আলী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ । সভায় দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনের উপর বিস্তারিত আলোচনা হয়।
সাম্প্রতিক মন্তব্য