logo
news image

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের ডিসির নির্দেশনা

সম্মানিত নাটোরবাসী।
ঈদ মোবারক।
পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মার জন্য মহান ত্যাগে মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ-উল-আযহা সুন্দরভাবে উদযাপনকালে নিমাক্ত বিষয়গুলো অনুসরণ করিঃ
*কোরবানির স্থান ও জনগণের যাতায়াতের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখা আবশ্যক।
*ট্রাফিক আইন মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি।
* চলনবিলে যাত্রীদের নিরাপদে চলাচলের জন্য নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া, নিরাপত্তা সামগ্রী ও আলোর ব্যবস্থা রাখি।
*জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখার স্বার্থে সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট বসানো ও পশু কোরবানি করা থেকে বিরত থাকি।
*উপজেলা/পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানির পশু জবেহ্ করি এবং সবাইকে এ বিষয়ে উদ্বুদ্ধ করি।
*বাড়ির আঙ্গিনায় পশু জবেহ করলে নিজ দায়িত্বে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করি;
*কোরবানির পরে যত দ্রুত সম্ভব পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করি অথবা গর্ত করে পুতে ফেলি।
*স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণের স্বার্থে পুকুর, ডোবা, নদীনালা ও পরিত্যক্ত উন্মুক্ত স্থানে কোন ক্রমেই বর্জ্য না ফেলি।
আসুন আমরা সকলে মিলে পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র কোরবানির ঈদ উদযাপন করি ও ডেঙ্গমুক্ত নাটোর গড়ি।
অনুরোধক্রমেঃ
মোঃ শাহরিয়াজ পিএএ
জেলা প্রশাসক
নাটোর।

সাম্প্রতিক মন্তব্য

Top