logo
news image

ডেঙ্গু আক্রান্ত নাটোরের সুকান্ত রোজারিও-র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের বড়াইগ্রামের সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র সুকান্ত রোজারিও (১৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ আগস্ট) সকালে ঢাকাস্থ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার বনপাড়া ছাতিয়ানগাছা গ্রামের মৃত সুনীল রোজারিও’র একমাত্র পুত্র সন্তান।
বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক বাবলু রেনেতোস কোড়াইয়া জানান, সুকান্ত এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণের জন্য ঢাকায় গিয়েছিলো এবং ফার্মগেট এলাকায় আত্নীয় বাসায় অবস্থান করছিলো।
উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরে ভুগে অবশেষে তার অকাল মৃত্যু হয়। সুকান্ত তিনবোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top