ফ্রান্সে প্যারিস টাইমস বাংলা পত্রিকার যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, ফ্রান্স।।
প্রবাসীদের বিভিন্ন তথ্য ও বিদেশের সাথে বাংলাদেশের যোগসূত্র স্থাপন করতে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুধবার (৩১ জুলাই) যাত্রা শুরু করলো 'প্যারিস টাইমস' নামে বাংলা পত্রিকা। পত্রিকাটি প্রবাসীদের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা। পত্রিকার প্রকাশক ও প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ও সম্পাদক সালাহ্ উদ্দিন। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন, মার্ক জজ আন্দ্রে। বিশেষ অতিথি ছিলেন, ফখরুল আ ক ম সেলিমসহ আরো অনেকে। প্রবাসের মাটিতে এই পত্রিকাটির মাধ্যমে তথ্য আদান-প্রদান ছাড়াও অনেক প্রবাসীর কর্মসংস্থান হবে বলে মনে করেন উদ্যোক্তারা।
প্রকাশক ও প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ বলেন, প্যারিস টাইমসের উদ্দেশ্য সমস্ত প্রবাসীদের সংগঠিত করা। সেই সঙ্গে বড় ধরণের মিডিয়াটিক শক্তি হিসেবে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারেন। তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া। বিশ্বের বিভিন্ন দেশে পত্রিকাটির অনলাইন পোর্টালে অংশগ্রহণ করার মাধ্যমে প্রবাসীদের কথা বলার সুযোগ পাবেন। দল-মত নির্বিশেষে প্রবাসীদের সুখ-দুঃখসহ বিভিন্ন গঠনমূলক তথ্য তুলে ধরতে পত্রিকাটির জন্ম।
সম্পাদক সালাহ্ উদ্দিন বলেন, প্যারিস টাইমসের উদ্দেশ্য প্রবাসীদের সঙ্গে বাংলাদেশীদের যোগসূত্র স্থাপন করা।
সাম্প্রতিক মন্তব্য