logo
news image

ঈশ্বরদীতে বাঙালির শোকের মাস শুরু

ঈশ্বরদী  (পাবনা) সংবাদদাতাঃ
 জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য সংগঠন ম্যাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মধ্যরাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের উদ্যোগে ঈশ্বরদী প্রেসকাব সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোক শিখা প্রজ্বালন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়। এসময় উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগ নেতা ইদ্রিস মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য