logo
news image

সাস্ট ক্লাব লিমিটেডের নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক।  ।  
সাস্ট ক্লাব লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ঈদুল আজহার পর অনুষ্ঠিত হবে।
সাস্ট ক্লাব লিঃ এর এ‌জিএম এবং কার্য‌নির্বাহী প‌রিষ‌দের নিবার্চন শুক্রবার (১৯ জুলাই) অনু‌ষ্ঠিত হয়েছে।  নির্বাচন কমিশনার জানান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অ‌ডিট‌রিয়াম, ১২৫/এ, দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা - ১২১৬ তে বেলা ২:০০~৬:০০ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি পদে মোহাম্মদ কায়সার তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহ মো. হামজা আনোয়ার ও কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান সুহেল বিজয়ী হন।
সদস্য পদে বিজয়ীরা হলেন, মো. মাসুদুর রহমান, মো. এ এস আরফিন খান নোবেল, মো. নূরে আলম মিল্টন, ফাতেমা জেরিন ফারহানা, মোশাররফ হোসেন পলাশ এবং শমসের রাসেল।

সাম্প্রতিক মন্তব্য

Top