logo
news image

লালপুরে ইভিএম ব্যবহার করে প্রথম ভোট ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহন করা হবে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলীর মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার করে।
লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব জানান, লালপুরে ১ম বারের মতো ইভিএম পদ্ধতি ব্যবহার করে নির্বাচন হবে, সচেতনতা সৃষ্টি করতে ২৩ জুলাই রামপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে ২ হাজার ৫ শ ২৮ জন ভোটার ভোট দিবেন।
এ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিলকিস বানু (মোরগ), জাহাঙ্গীর আলম (ফুটবল), সাহাদুল ইসলাম (টিউবওয়েল) ও সুরুজ্জামান (তালা) মার্কা প্রতিক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top