logo
news image

ঈশ্বরদীতে সাপের কামড়ে শিশুর প্রাণহানি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে সাপের কামড়ে ৫ বছর শিশুর প্রাণহানি ঘটেছে। শাহজালাল নামের এই শিশুকে বিকেল সাড়ে ৫টার দিকে বিষাক্ত কিং গোখরা সাপের কামড়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুর পিতার নাম মোস্তফা পেশায় টিউবওয়েল মিস্ত্রি। ঈশ্বরদীস্থ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বন্ধ গেটের সামনে বিশ্বরোডের পাশে ঝুপড়ি ঘর করে তারা বসবাস করত৷ ঘুমন্ত অবস্থায় বিছানার উপর সাপ ঢুকে শিশুটিকে ২ বার ছোবল মারে। শিশুর চিৎকারে মা ও বাবা যেয়ে দ্যাখেন বিছানার উপর সাপটি ছুটোছুটি করছে। বিছানার চাদর দিয়ে সাপটিকে জড়িয়ে রেখে শিশুর পা বেঁধে ৬টার দিকে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যায়। ঈশ্বরদী হাসপাতালে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় তাকে পাবনায় পাঠানো হয়। সেখানে ডাক্তাররা  টাকা দাবি করে।  কিন্তু হৃতদরিদ্র  বাবা টাকা দিতে না পারায় ভ্যাকসিন দেওয়া হয়না। পরে পাবনায় শিশুটি মারা য়ায।

সাম্প্রতিক মন্তব্য

Top