logo
news image

বাগাতিপাড়ায় সেই মা-মেয়েকে প্রতিমন্ত্রী-এমপির শুভেচ্ছা


বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় এবারের এইচএসসি পরীক্ষায় জয়ী সেই মা-মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।  বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পৃথকভাবে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তাদের শুভেচ্ছা জানান। বুধবার ফল প্রকাশের পর বাগাতিপাড়া উপজেলার উদ্যমী নারী মাসুমা খাতুন ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ন হন। গণমাধ্যমে প্রকাশিত মা-মেয়ের কৃতিত্বের খবর নজরে এলে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের মাধ্যমে তাদের অভিনন্দন জানান। এসময় তিনি মা মাসুমা ও মেয়ে জান্নাতুল ফেরদৌসকে আরও এগিয়ে যেতে আহ্বান জানান। এদিকে ঢাকায় অবস্থানরত স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে মা-মেয়ের সাফল্যে তাদের শুভেচ্ছা জানান। এসময় তাঁর নির্বাচনী এলাকার এইচএসসি জয়ী মা-মেয়ের সাফল্যে তিনি খুশি হয়েছেন জানান এবং তাদের বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে ব্যতিক্রমী এ খবর প্রকাশের জন্য তিনি সাংবাদিকদেরও ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, অল্প বয়সে বিয়ের কারনে পড়া-লেখার সুযোগ থেকে বঞ্চিত হয়ে ভেতরের লুকানো ইচ্ছাকে পুরণের জন্য মেয়ের সাথে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন মাসুমা খাতুন।  এরপর মেয়ের সাথেই এসএসসি পাসের করেন।  এবার আবারও মেয়ের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন হন তিনি।  মাসুমা খাতুন পেয়েছেন ৪.১৩ এবং মেয়ে জান্নাতুল ফেরদৌস পান জিপিএ ৫। মাসুমা খাতুন বাগাতিপাড়া উপজেলা সদরের আব্দুল মজিদের স্ত্রী।

সাম্প্রতিক মন্তব্য

Top