logo
news image

বড়াইগ্রামে ১০ লক্ষ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরে বড়াইগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে দশ লক্ষ টাকা মূল্যের বন্য প্রাণী তক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্রীখন্ডি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি উপজেলার শ্রীখন্ডি গ্রামের খন্দকার ময়েজ উদ্দিনের ছেলে খন্দকার মোস্তফা কামাল (২৫) ও মৃত খন্দকার আবুল কাশেমের ছেলে খন্দকার শরীফুল ইসলাম লাল (৪৫)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজমুল হক জানান, বনপাড়া পৌর শহর এলাকা থেকে দশ থেকে বার ইঞ্চি লম্বা যার ওজন ২৫০ গ্রাম তক্ষক নামের বন্য প্রাণীটি উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুসারে গ্রেফতারের পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট আনোয়ার পারভেজ আটককৃতদের সহ ঘটনাস্থলে যান এবং এলাকাবাসীর কাছে শুনে সত্যতা যাচাইয়ের পর তাদের প্রত্যেককে বন্য প্রাণী সংরক্ষন আইনে ১৪ (খ) ধারায় ১৫ দিন করে কারাদন্ডাদেশ  প্রদান করেন। 
নির্বাহী ম্যাজিষ্টেট আনোয়ার পারভেজ বলেন, তক্ষক ধরা ও সংগ্রহ করা দন্ডনীয় অপরাধ।
পরে উদ্ধারকৃত তক্ষক রাজশাহী বন সংরক্ষন কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top