logo
news image

বাগাতিপাড়ায় পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
দেশ যখন খাদ্যে স্বয়ং সম্পূর্ন তখন কৃষি বিভাগ পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহন করেছে । এরই আলোকে নাটোরের বাগাতিপাড়ায় ‘পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগাতিপাড়া কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। সমন্বিত কৃষি উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় বাগাতিপাড়া উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ও মনিটরিং অফিসার আ. কাদের আজাদ। পরে উপস্থিত  অতিথিবৃন্দ প্রশিক্ষক হিসেবে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top