লালপুর আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৩ জুন) বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলীর সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
সাম্প্রতিক মন্তব্য