logo
news image

বাগাতিপাড়ায় বড়াল নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার মাড়িয়ারদহ অভয়াশ্রমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এসব পোনা অবমুক্ত করেন। ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের এক লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা ও মৃগেলসহ কার্প জাতীয় ৩৭০ কেজি মাছের পোনা ছাড়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, তথ্য আপা এ্যামিজা আক্তার, জেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য