logo
news image

বাগাতিপাড়ায় বারি তিল-৪ ফসলের মাঠ দিবস

বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় এসএমই’র কৃষক পর্যায়ে বারি তিল-৪ জাতের ফসলের মাঠ দিবস এবং রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ এসএমই এর মাধ্যমে তিল ফসলের মান সম্মত বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে সোমবার দুপুরে ফাগুয়াড়দিয়াড় এসএমই আকবর আলীর আঙ্গিনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো: মোমরেজ আলীর সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খান। মাঠ দিবসে বক্তারা বলেন, ‘বারি তিল-৪ জাতের তেলজাতীয় এ ফসল একটি জাতের ফসল। এ জাতের তিল মাত্র ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে কর্তন করা যায় এবং উৎপাদনের হার বিঘা প্রতি ৫ মণ। তাছাড়া এ তিলে মোট আটটি প্রকৌষ্ঠ রয়েছে, যা সাধারন তিলে মাত্র চারটি প্রকৌষ্ঠ বিদ্যমান। এর ফলে সাধারন জাতের তিলে যেখানে প্রতি কেজিতে ২৫০ গ্রাম তেল পাওয়া যায় সেখানে নতুন বারি তিল-৪ জাতের তিলে প্রতি কেজিতে ৪৫০ গ্রাম তেল পাওয়া যায়। এটি গ্রীষ্মকালীন স্বল্প জীবনকালের এবং উৎপাদনের হার বেশি হওয়ায় এবং এর তেল স্বাস্থ্য সম্মত হওয়ায় এ জাতের তিল ফসল একটি সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে’।

সাম্প্রতিক মন্তব্য

Top