logo
news image

বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাগাতিপাড়া  প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে অবৈধ পুকুর খননের অভিযোগে খনন যন্ত্রের ব্যাটারীসহ সরঞ্জামাদী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে উপজেলার পাঁচুড়িয়া মাঠে অবৈধ এ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচুড়িয়া গ্রামের মৃত কেদার হাজীর ছেলে আলহাজ্ব ইসমাইল হোসেনের কৃষি জমিতে পুকুর খননের কাজ চলছিল। খবর পেয়ে ইউএনও (অতিরিক্ত দায়িত্বে) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি’র ভ্রাম্যমান আদালত ওই মাঠে এক অভিযান চালায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে খননের সাথে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়। পরে খনন কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারী ও অন্যান্য সরঞ্জামাদী জব্দ করে ভ্রাম্যমান আদালত।
ইউএনও (অতিরিক্ত দায়িত্বে) উম্মুল বানীন দ্যুতি বলেন, অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মালামাল জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top