logo
news image

বাগাতিপাড়ায় নিরাপদ বেগুন উৎপাদন বিষয়ে মাঠ দিবস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সেক্স ফেরোমন ফাঁদ প্রযুক্তির ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত বেগুন উৎপাদন বিষয়ে ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে শতাধিক কৃষক-কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে  বক্তারা বলেন, সেক্স ফেরোমন ফাঁদ প্রযুক্তির মাধ্যমে পুরুষ পোকারা আকৃষ্ট হয় এবং ফাঁদে পড়ে মারা যায়। এর ফলে পোকার উপদ্রব কমে এবং বিষ প্রয়োগের প্রয়োজন হয়না। এতে কৃষকদের বেগুন উৎপাদনের খরচ কমে  এবং বিষমুক্ত নিরাপদ বেগুন উৎপাদন করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুর ইসলাম খান। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কান্তি কুন্ডু, বেগুন চাষী সেন্টু আলী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top