logo
news image

সালাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হচ্ছেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হচ্ছেন যুবলীগের সাবেক সভাপতি ও নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন অফিসিয়ালি বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান হিসেবে সালাম খানকে মনোনীত করার বিষয়ে ওইদিনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে রবিবার প্রথম কর্মদিবসে অফিসিয়ালি কর্মকান্ড শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে এই খবর ফেসবুক ও লোকমূখে ব্যাপকভাবে প্রচারিত হলে স্বজনরা সালাম খানকে অভিনন্দন জানিয়েছেন।
এব্যাপারে সালাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ঈশ্বরদীর সকল ভোটার, আওয়ামী লীগের সকল  নেতা-কর্মিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক মন্তব্য