logo
news image

পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
পবিত্র মাহে রমজান মাসে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা মাসে “আলোর ফেরিওয়ালা” বিশেষ অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোমীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আরইবির ডিডি আকরাম হোসেন, ডিজিএম গোবিন্দ আগরওয়ালা, এজিএম গোলাম ইখতিয়ার, রাশেদুল ইসলাম, মোহাম্মদ মনোয়ার, সেলিম হোসেন প্রমূখ ।
জিএম (চ.দা.) মোমীনুল ইসলাম জানান, বিশেষ সেবা প্রদানের জন্য সমিতির সদর দপ্তর ও চারটি জোনাল অফিস থেকে একযোগে ৬৫টি ভ্যানে ১৩০জন জনবল দ্রুত গ্রাহক সংযোগ কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, বিশেষ অভিযানের পাশাপশি আলোর ফেরিওয়ালা কার্যক্রম অব্যহত আছে এবং থাকবে।

সাম্প্রতিক মন্তব্য

Top