logo
news image

বাগাতিপাড়ায় ৩৫ জোড়া নব দম্পতিকে পরিবার-পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ৩৫ জোড়া নব দম্পতিকে পরিবার-পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারী’র আয়োজনে দিনব্যাপী এক কর্মশালায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় জন্ম নিয়ন্ত্রণ, গর্ভধারণ, ডেলিভারী, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব ডা. মো. সরওয়ার বারী। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমূল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ডা. শামসুল করিম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আলী, মেডিক্যাল অফিসার ডা. খাজা ফেরদৌস প্রমুখ। 

সাম্প্রতিক মন্তব্য