logo
news image

ঝড় তুলেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

ইউটিউবে ঝড় তুলেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বড় দিন ও নতুন বছর উপলক্ষে এ নায়িকার আলোচিত ছবি ‘বিজলি’র একটি গান প্রকাশ হয়েছে। গানের নাম ‘পার্টি পার্টি পার্টি’। ছয় দিন না পেরুতেই গানটি ইউটিউবে ১৫ লাখ বারের বেশি দেখা হয়েছে। গানটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। ‘পার্টি পার্টি পার্টি’ গানে যেন নতুন এক ববিকেই খুঁজে পেয়েছেন দর্শক। ভিডিওতে ববির বিপরীতে দেখা গেছে রণভীরকে। গান ও পারফর্মেন্স ব্যাপক প্রশংসিত হচ্ছে। ইউটিউবে গানটি দেখে অনেকেই কমেন্টস করেছেন এদেশের ছবিতে এ ধরনের পারফর্মেন্স অবিশ্বাস্য। কেউ আবার লিখেছেন, এই ছবির অন্যান্য গানও দ্রুত দেখতে চান।

ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলি’। নির্মাতা হিসেবে আছেন ইফতেখার চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এই নির্মাতার বহু ছবিতে দেখা গেছে ববিকে। যার মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি ছিল।‘বিজলি’র শুটিং শুরু করার সময় থেকেই বড় ধরনের চমক দেবেন এ কথা বলে আসছিলেন ববি। ছবিটি নিয়ে তাকে বরাবরই আত্মবিশ্বাসীভাবে কথা বলতে দেখা গেছে। ‘পার্টি পার্টি পার্টি’ গানটি প্রশংসিত ও সাড়া ফেলায় বড় ধরনের ধামাকার আভাস দিলেন এই নায়িকা। চিত্রনায়িকা ববি নিজের প্রোডাকশন হাউস ববস্টার ফিল্মস থেকে প্রযোজনা করেছেন ‘বিজলি’ ছবিটি।ছবির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। নতুন বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top