বড়াইগ্রামে মুঘ ডালের বিজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীববৈচিত্র্যের সমন্বয় (সাফবিন) প্রকল্পের উদ্দ্যেগে ক্ষুদ্র কৃষাণীদের মাঝে মুগ ডালের বিজ বিতরণ করা হয়েছে । গতকাল শনিবার উপজেলার কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের প্রকল্প অফিস বনপাড়া নতুন বাজারে এই মুগ ডালের বিজ বিতরণ করে। উপজেলার ১৭২ জন ক্ষুদ্র কৃষানীদের মাঝে সারে তিন কেজি করে মোট ৬০০ কেজি বিজ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে জোয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মুগ ডালের বিজ বিতরণ করেন।
সাফবিন জেলা প্রকল্প কর্মকর্তা তন্ময় বিশ্বাস এর সভাপতিতে উক্ত মুগ ডাল বিজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপসহকারী কৃষি অফিসার আব্দুল মজিদ কৃষি জমিতে সবুজ সার হিসেবে মুগ চাষের গুরুত্ব তুলে ধরেন। এছারাও তিনি বীজ শোধন করে লাইন করে বোপন করতে বলেন। এছারাও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ভিলেজ রিসোর্স পার্সোন নাসিমা খাতুন, সারোয়ার হোসেন, তাপস কুমার উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য