logo
news image

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
‘স্বাস্থ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে এক র‌্যালি হাসপাতাল গেট থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি বিষয়ে কাউন্সিলিং, মৌসূমী ফল বিষয়ে কৃষকদের সাথে আলোচনা, শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, মা-মেয়ে ও বউ-শ্বাশুড়িদের মধ্যে স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর তৈরি খাবার প্রতিযোগিতাসহ নানা আয়োজনে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ উদযাপন করবে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য