logo
news image

না‌টো‌রের ছে‌লে ফ্রা‌ন্সের প‌ত্রিকার যুগ্ম সম্পাদক হলেন সালাহ্ উদ্দিন খোকন

নিজস্ব প্রতিবেদক।  ।  
ইউরোপের সর্বাধিক জনপ্রিয় বাংলা পত্রিকা নবকণ্ঠ (www.nobokontho.com)।  শুধু ইউরোপে নয়, সারা বিশ্বে নবকণ্ঠ একটি পরিচিত ব্র্যান্ড, সত্য প্রকাশে নির্ভীক একটি প্ল্যাটফর্ম।  ২০১৩ সাল থেকে পত্রিকাটি ফ্রান্স, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে ।
আগামী ১ মে থেকে সমগ্র ফ্রান্সে নবকণ্ঠের প্রিন্ট সংস্করণ সম্পূর্ণ নতুন রূপে ও নতুন আঙ্গিকে পাঠকদের সামনে হাজির হবে ।
সম্প্রতি নবকণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক পদে যোগ দিয়েছেন সালাহ্ উদ্দিন খোকন । প্যারিসে তিনি নবাগত। এর আগে তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক প্রথম আলোয় দীর্ঘদিন কর্মরত ছিলেন । তিনি না‌টো‌রের বড়াইগ্রা‌মের গড়মা‌টি ক‌লোনী গ্রা‌মের বা‌সিন্দা। 
নবকণ্ঠের প্রিন্ট ও অনলাইন সংস্করণে সালাহ্ উদ্দিন খোকনের যোগদানে পত্রিকাটি উত্তরোত্তর পাঠকদের কাছে আরো জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
সালাহ্ উদ্দিন খোকন যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে নবকণ্ঠ পরিবার, প্যারিস, ফ্রান্স। এই অগ্রযাত্রায় দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ (www.dailypraptiprosongo.com) পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

সাম্প্রতিক মন্তব্য

Top