logo
news image

ঈশ্বরদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক সেমিনার বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আযোজনে সেমিনারের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক জসীম উদ্দিন। ইউএনও আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলার এডিসি (সার্বিক) শাফিউল ইসলাম। এসময় অতিথি ছিলেন, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক রইচ উদ্দিন চৌধুরী ও ঈশ্বরদী ইপিজেড এর মহাব্যবস্থপক নাহিদ মুন্সি। সেমিনারে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ বিভাগের কর্তা ব্যক্তি, ইউপি চেয়ারম্যান এবং সাংবাদিকরা অংশগ্রহন করেন।
সেমিনারে ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি অভীষ্টের ১৬৯টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সূচক বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ এবং বাস্তবায়নে পরিকল্পনা গ্রহনের বিষয়ে আলোকপাত করা হযেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top