logo
news image

বৈশাখী ভাতা পায়নি লালপুরের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক।।
বৈশাখী ভাতার স্লিপ না আসায় শেষ দিনেও নাটোরের লালপুর উপজেলার এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল ব্যাংকে জমা হয়নি। তাই উপজেলার শিক্ষক-কর্মচারীরা পহেলা বৈশাখের আগে আর বৈশাখী ভাতা পেলনা।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা চালু হয়েছে অনেক আগেই। এ বছর থেকে এমপিও শিক্ষকদের জন্য বৈশাখী ভাতার ঘোষনা দেয় সরকার। প্রথমবারের মত এ ভাতা দিয়ে বাংলা নববর্ষ পালন করবে এমন আশায় বুক বেধেছিলেন সকল এমপিও শিক্ষক-কর্মচারীদের মত লালপুর উপজেলার শিক্ষকরাও। কিন্তু টাকা উত্তলোনের শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবারেও বৈশাখী ভাতার বিল ব্যাংকে জমা দিতে পারেনি তারা। তাই টাকা তুলতে ব্যাংকে এসে রিক্ত হস্তে ফিরে যেতে হয়েছে সকল শিক্ষক-কর্মচারীদের। সোনালী ব্যাংক লালপুর শাখার ম্যানেজার ফারুক জানান, বৈশাখী ভাতার স্লিপ না আসায় তারা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল জমা নিতে পারছেন না । 

সম্পাদনায়: আ.স

সাম্প্রতিক মন্তব্য

Top