logo
news image

যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক।  ।  
মৃত্যুদন্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি আগামী ১৮ জুন ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার (১০এপ্রিল) মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জাতীয় পাটির (জাপা) সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এস এম শাজাহান ও মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এর আগে তাদেরকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর রাজাকার কমান্ডার ও শান্তি কমিটির সদস্য সৈয়দ মো. কায়সারকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল।
আইন অনুযায়ি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালে দন্ডিত এই ২ আসামীই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। (সূত্র:বাসস)
সম্পাদনায়: আ.স ১০/০৪/২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top