logo
news image

১৪৩ পিচ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক।  ।  
রাজশাহী জেলার তানোড় থানাধীন শংকরপুর টু মালবান্ধা যাওয়ার রাস্তায় মাদক এর বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫  ১৪৩পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন কে আটক করেছে।
সোমবার ( ১ এপ্রিল) বিকেল ৫:৪০ ঘটিকায় রাজশাহী জেলার তানোড় থানাধীন শংকরপুর টু মালবান্ধা যাওয়ার রাস্তায়  রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে  মৃত মজিদুল ইসলামের ছেলে  মোঃ শুভ (১৯)এর আবাদী জমির সামনে আম গাছের নিচে অভিযান পরিচালনা করে ওই একই উপজেলার শংকরপুর গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে ঈদুল আযহা (২৯), পিপড়া কালনা গ্রামের মৃত মাছির উদ্দিনের ছেলে মোঃ শফিউর রহমান (৩০) , মোঃ আবুল হোসেন ছেলে মোঃ ফারুক হোসেন (২৮) কে    ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড,০২ টি মেমোরী কার্ড, নগদ ১৭,৯০০ টাকাসহ  হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীগণ জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান (ভারপ্রাপ্ত) বিশেষ প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদনায়: আ.স ০২/০৪/২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top