logo
news image

বাগাতিপাড়ায় মসুর ফসলের মাঠ দিবস ও রিভিউডিসকাশন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী এসএমই’র ঠেঙ্গামারায় কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ এসএমই এর মাধ্যমে ডাল ফসলের মান সম্মত বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে বারি মসুর-৮ ফসলের মাঠ দিবস এবং রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠিত মাঠ দিবসে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসার মো: মোমরেজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সুব্রত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খান, অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বেলাল উদ্দিন। মাঠ দিবসে জিগরী এসএমই’র স্থানীয় কৃষক রওশন আলী জানান, তিনি ১ একর জমিতে বারি মসুর-৮ জাতের মসুর চাষ করেন এবং বিঘা প্রতি ৬ মণ ফলন পান। কৃষক রওশন একজন বীজ উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করতে চান। এ ব্যাপারে তাকে উপজেলা কৃষি অফিস সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে, তিনি ওই অনুষ্ঠানে জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top