logo
news image

ঈশ্বরদীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী মহিলা কলেজেঃ শহরের প্রাণ কেন্দ্রে ঈশ্বরদীর একমাত্র উচ্চতর নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার উদ্বোধন করেন, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ওসি (তদন্ত) শামসুল হক, গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, পাভেল খান, লিয়াকত আলী কনক। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হামিদুর রহমান।
প্রধান অতিথি এমপি শরীফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমদের মূল এবাদত লেখাপড়া করা। নিষ্ঠার সাথে এই এবাদত পালন করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়ে তোলার পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত করতে হবে।
ভাষা শহীদ বিদ্যা নিকেতনঃ
সলিমপুর ইউনিয়নে ভাষা শহীদ বিদ্যা নিকেতনে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতার উদ্বোধন করেন, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মুক্তার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top