logo
news image

বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল পান্না খাতুন (১৭) নামের এক কিশোরী। মঙ্গলবার বিকালে উপজেলার পাঁকা গ্রামে এ বিয়ে বন্ধ হয়। পান্না খাতুন পাঁকা গ্রামের পলান আলীর মেয়ে।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, পাঁকা গ্রামের ১৮ বছরের কম বয়সী পান্না খাতুনের বিয়ের আয়োজন করে তার পরিবার। সোমবার এ বিয়ে হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিনকে বিয়ে বাড়িতে পাঠান। তারা সেখানে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সাম্প্রতিক মন্তব্য

Top