logo
news image

লালপুরে ইয়াবাসহ ব্যবসয়ী আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোর জেলার পুলিশ সুপার জনাব সাইফুল্লাহ আল মামুন পিপিএম বার বিপিএম মহোদয় এর নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ লালপুর থানা নজরুল ইসলাম জুয়েলে এর নেতৃত্বে ইং ১৩/০৩/১৯ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক জনাব মোঃ আকবর আলী নেঙ্গপাড়া গ্রামস্থ নেঙ্গপাড়া দারুল সুন্নাত দাখিল মাদ্রাসার মাঠ হইতে গোপন সংবাদের ভিত্তিকে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসারের সহায়তায় অবৈধ ভাবে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করারত অবস্থায় হাতে নাতে ০২ জন আসামী  গ্রেফতার সহ ১৯ পিচ ইয়াবা ট্যবালেট, ওজন- ০২ গ্রাম, মূল্য অনু- ৩,৮০০/- টাকা উদ্ধার করেন । থানায় এসে নিজেই বাদী হয়ে ধৃত আসামী  মোঃ মুক্তার হোসেন (৩৯), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- নেংগপাড়া, ২। মোঃ আসলাম আলী ওরফে মোবারক (৩৫), পিতা-মৃত সোবাইন প্রামানিক, সাং- সিরাজীপুর, উভয় থানা- লালপুর, জেলা- নাটোর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ১৬, তারিখ- ১৩/০৩/২০১৯ ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ১০ (ক) ।
একই তারিখ এসআই মোঃ খাইরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া লালপুর থানাধীন ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা গ্রামস্থ জনৈক সুমন, পিতা- খায়রত মন্ডল এর গার্মেন্টেসের দোকানের পেছন হইতে গাঁজা সেবন করা কালীন ১৩/০২/১৯ তারিখ ০৭.২০ ঘটিকার সময় আসামী ১। মোঃ কিবরিয়া (৩৮), পিতা- মৃত  আব্বাস আলী, সাং- বাকনাই (পালপাড়া), ২। মোঃ মানিক (২৫), পিতা- মৃত নুর ইসলাম, সাং- পুরাতন ঈশ্বরদী (বাগানপাড়া) কে হাতে নাতে ধৃত করে। বাদী হয়ে এসআই মোঃ খাইরুজ্জামান লালপুর থানায় মামরা দায়ের করেন। যাহার মামলা নং-১৫, তারিখ- ১৩/০৩/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১)এর ২১।

সাম্প্রতিক মন্তব্য