logo
news image

নাটোরে কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের পথসভা অনুষ্ঠিত

কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের নাটোর জেলা কমিটির উদ্যোগে বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার, গড়মাটি, রাজাপুর  এবং পাবনা জেলার ঈশ্বরদীর মুলাডুলি রেলগেটে অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমতির কেন্দ্রিয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়ক আহসান হাবিব, কৃষক ও খেতমজুর ফ্রন্টের নেতা দেবাশিষ রায়, খেতমজুর সমিতির কেন্দ্রিয়  সদস্য নির্মল চৌধুরী, সামসুল আলম, আলিফ উজজ্জামান, মুঞ্জুর রহমান মিঠু, জমির আলী, ছাত্রনেতা আদিত্য শুভ, ওসমান গণি মনু।
সভায় সার, বীজ ও কীটনাশকের মূল্য কমানোর জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। এছাড়ও কৃষকের ফসলের লাভজনক মূল্য দাবি করা হয়েছে।
আগামী ১০ই এপ্রিল ঢাকায় কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের মহাসমাবেশ সফল করার আহবান জন্য সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য