logo
news image

লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সোমবার (৪ মার্চ) ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে প্রায় শত মন ভেজাল গুড় জব্দ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি।
স্থানীয় সূত্রে জানা যায়, উধনপাড়া গ্রামের মতিউর রহমানের বাড়ীর পার্শ্বে ভেজাল গুড় তৈরি হচ্ছে খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গুড় ও প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে পালিয়ে যায় ভেজাল গুড় তৈরী কারকরা। পরে জব্দকৃত প্রায় ১০০ মন ভেজাল গুড় পার্শ্ববর্তী পুকুরে ফেলে বিনষ্ট করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ভেজাল গুড় তৈরী কারীরা পালিয়ে যায়। এজন্য কাউকে আটক বা সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে এখনো কোন আইনী ব্যবস্থা গ্রহন করা হয়নি। তবে জব্দকৃত ভেজাল গুড় বিনষ্ট করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top