logo
news image

লালপুরে ইমামদের সাথে এমপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবদেক, লালপুর (নাটোর)।  । 
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ঈমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের সাথে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ কে এম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, কৃষিবিদ মুরশিদুল ইসলাম, চক বোয়ালিয়া সহজ কুরাআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আব্দুল বারী, চকতকি নগর সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ঈমাম মহেদী হাসান মুক্তার, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top