logo
news image

ঈশ্বরদীর বিশিষ্ঠ সমাজ সেবক মাহমুদুর রহমানের অবস্থা আশংকাজনক

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ঈশ্বরদী সরকারি কলেজের প্রথম জিএস ও ঈশ্বরদীর বিশিষ্ঠ সমাজ সেবক মাহমুদুর রহমানের (৮৫) শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাঁকে শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিও) নেয়া হয়েছে। প্রায় সপ্তাহ খানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে ইউসিসিওতে নেয়া হয়। এখন তাঁকে আইসিওতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগার রোগে ভুগছিলেন।
তাঁর দ্রুত রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ হতে সকলের নিকট দোয়া প্রার্থনার আহব্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য