logo
news image

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউনিসেফ-এ নিয়োগ পেলেন লালপুরের সন্তান ড. শাহাব উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউনিসেফ-এ নিয়োগ সারা বাংলার অহংকার লালপুরের ছেলে পৃথিবীর বিভিন্ন দেশের ১৮৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের মাধ্যমে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউনিসেফ-এ নিয়োগ পেলেন নাটোরের লালপুর উপজেলার শাহজাদ মিয়ার ছেলে ড. এ এস এম সাহাব উদ্দিন সবুজ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এই প্রথম কোন বাংলাদেশী হিসেবে পি-ফোর শ্রেনীর চেয়ারে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি) তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এবং আগামী পহেলা মার্চ জাতিসংঘে যোগদান করবেন। ড. শাহাব উদ্দিন সবুজ নাটোর জেলার লালপুর উপজেলার ধুইপল গ্রামে ১৯৮৪ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঐ গ্রামের শাহজাদ মিয়া ও নূরজাহান বেগমের সন্তান।
শিক্ষাজীবনে ২০০০ সালে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি ও বাংলাদেশ রাইফেলস্ স্কুল এন্ড কলেজ থেকে ২০০২সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি ইউনিভার্সিটি অফ ডেভোলেপমেন্ট অলটারনেটিভ (ইউডা) থেকে মলিউকুলার মেডিসিনে সিজিপিএ ৩.৯২ এবং ২০০৯ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে সিজিপিএ ৩.৮৬ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০১১ সালে পদক্ষেপ নামের একটি এনজিওতে একবছরের জন্য চাকুরী করেন এবং ২০১২ তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট হিসেবে চাকুরী শুরু করেন। এরপর সেপ্টেম্বর ২০১২ তে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক প্রদত্ত এরাসমুস মুনডাস পিএইচডি স্কলারশীপ প্রোগ্রামের জন্য তিনি নির্বাচিত হন। এরপর তিনি পাড়ি জমান ইউরোপে।
২০১৭ সালে ২৫৬ জন পিএইচডি স্টুডেন্টদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, স্পেন ও ভি ইউ ইউনিভার্সিটি অফ নেদারল্যান্ড থেকে যৌথভাবে ইন্সটিটিউট অফ ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এরই মাঝে একবছর বেলজিয়ামের ব্রাসেলস্ ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ রিসার্চার হিসেবে কর্মরত ছিলেন। পিএইচডি চলাকালীন সময় যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক জার্নাল প্লস-ওয়ান এবং ইউরোপভিত্তিক ব্রিটিশ মেডিকেল জার্নালে তাঁর দুটি করে গবেষণাপত্র প্রকাশ পায়।
যা এখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। এরই মাঝে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিন আফ্রিকা সহ পৃথীবির ৩৭টি দেশে বিভিন্ন সেমিনার ও ফেলোশিপে যোগদান করেন। তিনি ২০১৭ সালে আবার বাংলাদেশে ফিরে আসেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে শেষ পর্যন্ত কর্মরত ছিলেন। ড.শাহাব সবুজ ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক। তিনি জানান, একজন সফল মানুষ হতে হলে শুধু মেধাবী নয় বরং সৎ ও বিনয়ী হওয়াটা অত্যন্ত জরুরী। তিনি লালপুরের তরুন সমাজকে মেধা ভালো কাজে ব্যবহারের পরামর্শ জানিয়ে বলেন, মাদক ও অশ্লীল কাজকে পরিহার করে তরুন সমাজ শিক্ষাটা যদি সঠিকভাবে অর্জন করে তবে কাঙ্খিত লক্ষ্য অর্জন খুব কঠিন নয়। এতে লালপুর তথা দেশের মান ও নিজ সম্মান আরো উন্নত হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top