logo
news image

লালপুরে ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।।
নাটোরের লালপুর থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নাটোর জেলার পুলিশের নিদের্শনা মোতাবেক লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য ও গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য অভিযান পরিচালোনা করে থাকে। এর অংশ হিসাবে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এসআই (নিঃ) মোঃ  জাহিদ হোসেনের নেতেৃত্বে একটি অভিযান পরিচালোনা করা হয়।
মঙ্গলবার এসআই জাহিদ হোসেন সঙ্গীয় অফিসার সহ লালপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন ইং ২৬/০২/১৯ তারিখ ১৪.০০ ঘটিকার সময় গোপালপুর রেলগেটে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, লালপুর থানাধীন গোপালপুর খাঁপাড়া গ্রামস্থ ১নং আসামী মোঃ ফরহাদ আহম্মেদ @ রামিম (২৮) তাহার নিজ বাড়ীর মেইন গেটের ভিতরে ফাঁকা জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ১৪.১০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে উপস্থিত  হইতেই আসামীদ্বয় পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় অফিসারের সহায়তায় ১। মোঃ ফরহাদ আহম্মেদ@ রামিম (২৮), পিতা- মৃত আব্দুর রহিম মিলিটারী, সাং- গোপালপুর খাঁপাড়া, ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২২), পিতা- মোঃ ইয়াছিন আলী, সাং- ভূইয়াপাড়া, উভয় থানা- লালপুর, জেলা- নাটোর সহ আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধার ও জব্দকৃত ১। সাদা পলিথিনদ্বার মোড়ানো মোট ১৭ (সতের) পিচ লাল রংয়ের নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ১.৭ (এক দশমিক সাত) গ্রাম , মূল্য অনুমান ৩,৪০০/= (তিন হাজার চার শত) টাকা, ২। একটি সাদা রংয়েরSAMSUNG মোবাইল ফোন যাহার IMEI NO-৩৫৭০৫৭০৮০২৩৪৮৯০, ৩৫৭০৫৮০৮০২৩৪৮৯৮, সিম নং- ০১৭৬১-৫২১৯৪৫, মূল্য অনু- ১,০০০/- টাকা,  ৩। একটি Walton primo Hm4  কালো রংয়ের মোবাইল ফোন IMEI NO- ৩৫৪১৯১০৯০০০৫৮২৭, ৩৫৪১৯১০৯০০০৫৮৩৫, সিম নং- ০১৭৩৮-৪৪৪৪৩৯, মূল্য অনু- ১০,০০০/- টাকা  সহ আসামীদ্বয়কে ধৃত করেন এবং থানায় এসে বাদী হয়ে এজাহার দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ৩১, তারিখ- ২৬/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০ (ক)।
অপর দিকে মঙ্গলবার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম  এর নেতেৃত্বে একটি অভিযান পরিচালোনা করা হয়। এসআই মোঃ জাহাঙ্গীর আলম গোপালপুর মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, লালপুর থানাধীন বিজয়পুর মধ্যপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আঃ রহিম (৩০) তার নিজ বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এর জন্য এসআই মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা কালে আসামী ১। মোঃ আঃ রহিম (৩০), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- বিজয়পুর মধ্যপাড়া, থানা- লালপুর, জেলা-নাটোরকে ০৪ লিটার চোলাইমদ,মূল্য অনু- ১,৬০০/- টাকা সহ সংঙ্গে থাকা অফিসারের সহায়তায় ধৃত করেন এবং বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন যাহা লালপুর থানার মামলা নং- ৩০, তারিখ- ২৬/০২/২০১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (ক)।

সাম্প্রতিক মন্তব্য

Top