বাগাতিপাড়ায় আওয়ামী লীগের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)। ।
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও সৈয়দ মুর্তাজা আলী বাবলুসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আসন্ন ১০ মার্চ উপজেলা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাই মিলে এক সাথে কাজ করতে তাগিদ দেয়া হয়। সবাই মিলে ১০ মার্চ সারাদিন নৌকা মার্কার পক্ষে কাজ করার অনুরোধ জানান।
সাম্প্রতিক মন্তব্য