logo
news image

বাগাতিপাড়ায় পাইলট হাইস্কুলে ‘৮৩ এসএসসি ব্যাচের পূনর্মিলনী

নিজস্ব প্রতিবেদকঃ
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়...’। শুক্রবার দিনভর বিখ্যাত সেই রবীন্দ্র সংগীতের মতো পুরনো দিনেরই স্মৃতিচারণ করলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একদিকে বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর একুশের ৫দিন ব্যাপী চলমান বই মেলার স্টল অন্যদিকে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা পুরো ক্যাম্পাস যেন সেজেছিলো অন্যরকম সাজে।
১৯৮৩ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে হারিয়ে যায় সেই পুরনো দিনে। সূদুর ভারত থেকেও যোগ দিয়েছিলেন প্রাক্তন ছাত্ররা। উপস্থিত প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা-ভুঁড়িভোজ ছুঁয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। আর গানের সেই কলি ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
১৯৪৭ সালে স্থাপিত বিদ্যাপিঠের স্থানীয় প্রাক্তন ছাত্র লাবণ, টুটুল, জামাল, কামাল, করিমের উদ্যোগেই অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী। সেখানে এক আলোচনা সভায় প্রতি বছরই পুনর্মিলনীর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top