logo
news image

লালপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
লালপুর থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নাটোর জেলার পুলিশ এর নিদের্শনা মোতাবেক লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল নিয়মিত ভাবে অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য ও গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য  অভিযান পরিচালোনা করে থাকেন।  এর অংশ হিসাবে বুধবার (২০ ফেব্রুয়ারি) এসআই (নিঃ) এস. এম জামাল উদ্দিন তার নেতেৃত্বে একটি অভিযান পরিচালোনা করা হয়। অভিযানে ১১জনকে গ্রেফতার করা হয়।  
দলের সকল সদস্যদের সফল প্রচেষ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, লালপুর থানাধীন ফতেপুর গ্রামস্থ জনৈক মোঃ সাইদুর রহমান (৪০), পিতা- মৃত আনছার আলী এর চায়ের দোকানের ভিতর কয়েক একজন ব্যক্তি টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদরে সত্যতা যাচাই এর জন্য এসআই (নিঃ) এস, এম জামাল উদ্দিন সহ লালপুর থানার অফিসার ফোর্স উক্ত স্থানে উপস্থিত হলে আসামীগন পালানোর চেষ্টাকালে ১। মোঃ আলতাফ হোসেন (৫৫), পিতা- মৃত খলিলুর রহমান, ২। মোঃ আকবর আলী (৫৩), পিতা- মৃত আহাদ উল্লাহ প্রামানিক, ৩। মোঃ মুনছুর আলী (৩৬), পিতা- মৃত দেলবার হোসেন, ৪। মোঃ রবিউল@ ডালিম (৩০), পিতা- মৃত কায়েম উদ্দিন, ৫। মোঃ আফতার সাহা (৪৮), পিতা- মৃত হারুনার রশিদ, ৬। মোঃ আহাদ মালিথা (৪২), পিতা- মৃত আকবর মালিথা, সর্ব সাং- মহারাজপুর, ৭। মোঃ মিজানুর রহমান (২২), পিতা- মৃত ওয়াহেদ মন্ডল, ৮। মোঃ নান্টু প্রাং (৪৫), পিতা- মৃত রমজান প্রাং, উভয় সাং- পানসিপাড়া, ৯। মোঃ মিঠুন আলী (২২), পিতা- মোঃ শামসুল প্রাং, সাং- ফতেপুর, সর্বথানা- লালপুর, জেলা- নাটোরকে ধৃত করেন ও তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে আসামীগন উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করেন এবং তারা দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে জুয়া খেলে বলিয়া স্বীকার করে। পরে এসআই (নিঃ) এস, এম জামাল উদ্দিন  নিজে বাদী হয়ে উপরোক্ত আসামীগনের বিরুদ্ধো মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ২৫, তারিখ- ২০/০২/১৯ইং, ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪।
বাংলাদেশ পুলিশ এর ভাবমূর্তী উজ্জল করার জন্য পুলিশ বাহিনী নিরসলভাবে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় ২০/০২/১৯ইং তারিখ গ্রেফতারী পরোয়ানা জিআর ও সিআর মূলে ৩ জন সাজা ভূক্ত আসামী ও ০১ জন চোরকে গ্রেফতার করেন। তাদের মধ্যে ১। জিআর ২৭/২০০০ (লাল) মোঃ নজরুল মালিথা, পিতা- মাকুল মালিথা, সাং- নবীনগর,  ২। এস/সি- ১২৮৩/১৭ মূলে মোঃ মকবুল হোসেন মগু, পিতা- মৃত খোরশেদ আলী, সাং- কালুপাড়া, ৩। জিআর ৬৯/১৩ মূলে মোঃ লাল মিয়া, পিতা- আফছার আলী, সাং- ওয়ালিয়া, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোর, ৪। মোঃ সুজন আহম্মেদ (৩২) চোর, পিতা- হারুনার রশিদ, সাং- সরের হাট, থানা- বাঘা, জেলা- রাজশাহী  মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে পাঠানো হয়। এরুপ অভিযান অব্যহত আছে।

সাম্প্রতিক মন্তব্য

Top