logo
news image

একুশ বাংগালি জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটিয়েছিল .......শামসুর রহমান শরীফ এমপি।

‘একুশ আমাদের বাংগালি জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটিয়েছিল। গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে মূলমন্ত্র করেই সিংহ পুরুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি ৬ দফার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। আর এই ৬ দফাই ছিল বাংগালি জাতির মুক্তির সনদ।’ বৃহস্পতিবার উপজেলা পরিষদের আয়োজনে অমর একুশ এবং আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি একথা বলেছেন। ইউএনও আহমেদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় এমপি শরীফ ভাষা আন্দোলনের স্মৃতি রোমন্থন করে বলেন, আন্দোলন করতে গিয়ে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষকের বেতের বারিতে হাতে রক্ত ঝড়েছিল। এছাড়াও স্কুল কর্তৃপক্ষের ফোর্স টিসি’র হুমকি, পুলিশী নির্যাতন এবং বাড়িতেও বাবার মারধরের মধ্যেও সংঘঠিত হয়েছিল ভাষা আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই অমর একুশ আজ আন্তর্জাতিক মার্তৃ ভাষা দিবসের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই একুশ আজ আমার অহংকার, আমার গর্ব।
মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তারের সঞ্চালনায় এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইপিজেড এর জিএম নাহিদ মুন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খানম, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, অধ্যক্ষ আইনুল ইসলাম, প্রেসকাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। এসময় উপজেলা প্রকৌশলী এনামুল হক, নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, পরিবার পরিকল্পনা অফিসার দিলারা খানমসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

এসকেকে/২১-২-১৯

৩.৪৬

সাম্প্রতিক মন্তব্য